Main Menu

জায়গা নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারে হামলা ॥ ৩ জন আহত॥ এলাকাবাসীর বিক্ষোভ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে একটি সংখ্যালঘু পরিবারের লোকদের উপর হামলা করেছে প্রভাবশালী অপর একটি পক্ষ।এসময় বৃদ্ধ মহিলা সহ ৩ জন আহত হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উলচাপাড়া দক্ষিণ পাড়া এলাকার তাপস মিত্র জানায়,আমাদের ৫ ভাইয়ের সম্পত্তি এখনো বন্টননামা হয়নি। কিছুদিন আগে এলাকার আবদুল হাইয়ের ছেলে প্রবাসী ফয়েজ আহমেদ নানা কৌশলে,মিথ্যার আশ্রয় নিয়ে আমার ভাই মাদকাসক্ত উত্তম মিত্রকে দিয়ে ৩ শতক জায়গা দলিল করিয়ে নেন।আমাদের না বলে ফয়েজ জায়গা দখল করে ঘর নির্মাণ করতে আসলে আমরা থানায় অভিযোগ দেই। থানা পুলিশ বিষয়টি নিয়ে কয়েকবার বসলেও ফয়েজ কোনো কিছুকেই পাত্তা দেয়না। গত ১৭ সেপ্টেম্বর আমরা আদালতে এ নিয়ে মামলা দিলে আদালত নিষেধাজ্ঞা প্রদান করে।আগামী ১০ অক্টোবর আদালত আমাদের দু,পক্ষকে আদালতে কাগজপত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।এ অবস্থায় রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে ফয়েজ তার গোষ্ঠীর লোকজন সহ লাঠিসোটা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবারো ঘর তুলতে আসে।এসময় আমরা আবারো বাঁধা দিলে তারা আমাদের পরিবারের উপর চড়াও হয়।তাদের হামলায় আমার বৃদ্ধ মা বাসনা মিত্র(৬২),ভাই অতীন মিত্র(৪৩) ও রতন মিত্র(৪৬) আহত হয়।এ ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।এ ঘটনার পর এলাকার শতশত হিন্দু-মুসলিম নারী-পুরুষ জমায়েত হয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি ছফিউল্লাহ মেম্বার,জাপা নেতা হোসেন মো.সালাম,ব্যবসায়ী রফিকুল ইসলাম,গৃহবধূ লিপি মিত্র,তাপস মিত্রের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করে মিছিল বের করে।ছফিউল্লা মেম্বার,হোসেন মো.জামাল জানায়,ফয়েজ ও তার দল থানা পুলিশ,আদালত কোনো কিছুকেই তোয়াক্কা না করে জায়গার দখল নিতে চাচ্ছে।তারা সংখ্যালঘু এই পরিবারটির উপর জুলুম করছে।আমরা যে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করছি,এ সমাজে অশান্তি সৃষ্টি করছে।






Shares