Main Menu

সরকারি কলেজে আউটসোসিং কর্মশালা

+100%-


রবিবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আউটসোর্সিং বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক কালের কণ্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর যৌথ উদ্যোগে এ কর্মাশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কলেজের প্রায় সাড়ে তিনশ’ শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালার উদ্বোধণ করেন ও উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা মো. আল-মামুন সরকার। কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান সুব্রত রাহা, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক পিযূষ কান্তি আচার্য্য, সদস্য সচিব জাবেদ রহিম বিজন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. বেলাল হোসেন। স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। প্রশিক্ষণ দেন মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ আইটি যুগ। আর এ কর্মশালার আয়োজন খুবই সময়োপযোগী। এ জন্য সংশ্লিষ্টরা অবশ্যই ধন্যবাদ পেতে পারে।






Shares