Main Menu

হিন্দু মহাজোটের উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

+100%-

দূর্গা পূজায় ৩ দিনের সরকারী ছুটি এবং জাতীয় সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ৬০টি সংরক্ষিত আসনের দাবিতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। হিন্দু নেতৃবৃন্দরা এসময় দূর্গাপূজায় বৈশম্যমূলক ১ দিনের সরকারী ছুটির সমালোচনা করে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের ন্যায় বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সরদীয় দূর্গাপূজায় ৩ দিনের সরকারী ছুটি প্রদানের জোর দাবি জানান। অন্যথায় বৃহৎ পরিসরে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। বক্তারা আরো বলেন আরো বলেন প্রত্যেকেই দূর্গা পূজায় এ বৈশম্যমূলক ছুটির অবসান ঘটিয়ে অবিলম্বে ৩ দিনের সরকারী ছুটি বাস্তবায়ন এবং যত দ্রুত সম্ভব জাতীয় সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত আসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। হিন্দু মহাজোটের জেলা কমিটির সহ সভাপতি রায় মোহন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি বাবু সংকর গোস্বামী, রবিন্দ্র মোহন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন প্রমুখ।






Shares