Main Menu

কুখ্যাত ডাকাত আঃ কাদির গ্রেফতার : লুন্ঠিত নগদ টাকা সহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ সফিকুল আলম সঙ্গীয় ফোর্সসহ গত-১০/০৯/১৪ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৩৩, তারিখ-০৭/০৮/১৪ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত আসামী কুখ্যাত ডাকাত মোঃ আঃ কাদির (৩৮), পিতা-মৃত নোয়াব মিয়া, সাং-কালিকচ্ছ, থানা-সরাইল, বর্তমান সাং-রাজঘর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন রাজঘর সাকিনের তাহার ভাড়াটিয়া বসত বাড়ি হইতে গ্রেফতার করা হয়। পরবর্তী তাহাকে জিজ্ঞাসাবাদ করিলে তাহার স্বীকারোক্তী ও দেখানো মতে, তাহার বসত ঘরের বিভিন্ন স্থান হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি লোহার তৈরী তালা কাটার যন্ত্র (কেচি), ০১টি হাত করাত, ০১টি কাঠের বাটযুক্ত লম্বা ছুরি, ০২টি লোহার তৈরী রাম দা এবং ডাকাতি করিয়া লুন্ঠনকৃত ভাগাভাগির আংশিক নগদ-৫,০০০/- টাকা সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়। ডাকাত আঃ কাদির মিয়া বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এবং সরাইল থানায় ০৭টি ডাকাতি মামলাসহ গুরুত্বপূর্ন মামলা রহিয়াছে। ডাকাত আঃ কাদির একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে আন্তঃজেলা ডাকাতদের সহিত আতাত করিয়া অত্র জেলা সহ বিভিন্ন জেলার সড়ক/মহাসড়ক/গৃহ ডাকাতি সংঘটন করিয়া থাকে। মামলা তদন্তসহ থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Shares