Main Menu

মাস্টার্স কোর্স চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

+100%-


ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে সকল বিষয়ে মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টায় কলেজের মূল ভবনের সামনের সড়কে দাঁড়িয়ে শত শত শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় এই শিক্ষা প্রতিষ্ঠনটিতে ১৪টি বিষয়ে অনার্স কোর্স চালু থাকলেও  গণিত ছাড়া বাকি ১৩ বিভাগে মাস্টার্স কোর্স চালু নেই। এছাড়া শুধু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স (প্রিলিমিটারী) কোর্স চালু আছে।
এতে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়ে আসছে। অনার্স শেষ করার পর শিক্ষার্থীদের ঢাকা কিংবা অন্য কোথাও গিয়ে ভর্তি হতে হয়। এ কারণেই মাস্টার্স কোর্স চালুর দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের ইভা আক্তার, শম্পা দাস, তাসনিম চৌধুরী, ইংরেজি বিভাগের মোঃ ইমতিয়াজ, বায়েজিদ আহমেদ, হিসাব বিজ্ঞান বিভাগের আপেল মাহমুদ, সমাজ বিজ্ঞানের বিভাগের সাব্বির চৌধূরী, অর্থনীতি বিভাগের কাজী জহির আহমেদ।


Shares