Main Menu

ইভটিজিংরে দায়ে দশম শ্রেণীর ছাত্রকে কারাদন্ড

+100%-


ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রকে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল আহসান শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্ত ছাত্র মাহফুজুর রহমান খন্দকার জুয়েল শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার খন্দকার আলমগীরের ছেলে।
ভ্রাম্যমান আদালত ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, জুয়েল শহরের মৌড়াইল এলাকায় অবস্থিত নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে দুই বছর যাবত যাবত উত্ত্যক্ত করে আসছিল। বিদ্যালয়ের আসা-যাওয়ার পথে জুয়েল ওই ছাত্রীকে অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা  হাতেনাতে জুয়েলকে আটক করে। পরে জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমান আদালতের একটি দল বিদ্যালয়ে উপস্থিত হয়। এসময় ওই ছাত্রী ও ছাত্রীর মা জুয়েলের উত্ত্যক্তের কথা নির্বাহী হাকিমকে জানায়। পরে মেয়েটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ করে। লিখিত অভিযোগের ভিত্তিতে ও প্রধান শিক্ষকের অনুরোধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম দশম শ্রেণীর ওই ছাত্রকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
সদর থানার (এসআই) মাসুদ রানা বলেন, জুয়েল গত দুই বছর যাবত ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। সে ওই ছাত্রীকে বিভিন্ন অশ্লীল ভাষায় বিরক্ত করত। বৃহস্পতিবার তাকে হাতেনাতে ধরা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল আহসান জানান, জেলায় ইভটিজিং বিরোধী অভিযান চালানো হচ্ছে। ইভটিজিংয়ের দায়ে দশম শ্রেণীর ওই ছাত্রকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।






Shares