Main Menu

আর্ন্তজাতিক গুম দিবস উপলক্ষে ২০ দলীয় জোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

+100%-

আর্ন্তজাতিক গুম দিবস উপলক্ষ্যে সারাদেশব্যাপী সকল প্রকার গুম ও খুনের প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচী  শনিবার সকাল ১০টায় হইতে ১২ টা পর্যন্ত প্রেসক্লাব চত্বরের সামনে অনুষ্টিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব উকিল আব্দুস সাত্তার ভূইয়া। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, এডঃ সফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এডঃ গোলাম সারোয়ার খোকন, এডঃ আনিছুর রহমান মঞ্জু, হাজী সিরাজুল ইসলাম, জাতীয় পার্টি (কাজী জাফর) সদস্য সচিব শেখ মোঃ ইয়াছিন, ইসলামী ঐক্য সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ এনামুল হক সিরাজী। এছাড়াও জেলা বিএনপিরস সাবেক দপ্তর সম্পাদক এ বি এম মোমিনুল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন এডঃ তরিুকুল ইসলাম রুমা, শেখ মোঃ আজিম, বাহার চৌধুরী, মোঃ আলী আজম, মিজানুর রহমান, এডঃ আব্দুর রহিম গোলাপ, বুলবুল আহমেদ মুসা, এডঃ ইসমত আরা সুলতানা, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, রাশেদ কবির আখন্দ, বায়েজিদ হেলাল, তানভীর রুবেল ও মোঃ সুহেব প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার সারাদেশকে একটি গুম ও খুনের অন্ধকার রাজত্বের পরিণত করেছে। সরকারের বিগত শাসনামলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমসহ শত শত বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম করেছে এবং খুন করেছে। বর্তমানে অবৈধভাবে নির্বাচিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার গণতন্ত্রকে হত্যা করার লক্ষ্যে বিচার বিভাগকে দলীয় করণের হীন উদ্দেশ্যে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নিয়েছে এবং সংবাদপত্রের কন্ঠরোধের জন্য কালো কানুন হিসেবে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রনয়ন করতে যাচ্ছে। তাই এই অবৈধ সরকারের পতন ঘটানোর জন্য ২০ দলীয় জোটের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ সকল প্রকার কর্মসূচীতে অংশগ্রহণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহাল করে ছাড়বেই ইনশাল্লাহ্। যতদিন না পর্যন্ত এই সরকারের পতন হবে ততদিন পর্যন্ত ২০ দলীয় জোটের নেতাকর্মী সরকারের সকল প্রকার বাধা উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।






Shares