Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

+100%-


জেলা সদর ঃ চ্যানেল আই’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সভাপতি আলহাজ্ব জিয়াউল হক আল কাদরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম খান, পীর সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব। বিকালে প্রেসক্লাবের সামনে সুন্নী আন্দোলনের উদ্যোগে আরেকটি সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক নুরে আলম সাঈদ সেলিম, জেলা সভাপতি নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক জাকির হোসেন ভূঞা।


Shares