Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কুমিল্লা বোর্ডে নবম

+100%-

 

 

২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে সেরা ২০-এ স্থান করে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তিনটিকলেজ।

কলেজ তিনটি হলো- ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ ও আশুগঞ্জ সার কারখানা কলেজ।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ জেলায় শীর্ষে থেকে কুমিল্লা বোর্ডে নবম স্থান অধিকার করেছে। এছাড়া বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ বোর্ডে ১৩তম এবং আশুগঞ্জ সার কারখানা কলেজ ১৪তম স্থানে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে এ বছর ১ হাজার ৩৬১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১ হাজার ২০৫ জন।পাসের হার শতকরা ৮৮ দশমিক ৫৪ শতাংশ। এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন।

এছাড়া বিজয়নগরের ইসলামপুর শফিকুল ইসলাম কলেজ থেকে ৩০ ও আশুগঞ্জ সার কারখানা কলেজ থেকে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে।






Shares