Main Menu

১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

শনিবার পশ্চিম মেড্ডাস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার ১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিম এবং সৈয়দ ওয়াকি এর যৌথ পরিচানায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপি নেতা এবি এম মোমিনুল হক, সদর থানা বিএনপির নেতা আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী শামীমা বাছির, হুশপিয়ারা  কবির, আছমা বেগম, শামীমা আক্তার, পৌর বিএনপির নেতা এ. এফ এম শামসুল আরেফিন, সদর যুবদলের নেতা হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা হাজী বকুল, পৌর যুবদলের নেতা বিল্লাল হোসেন ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ আরো অনেকে। সভাশেষে পৌর বিএনপির সভাপতি এডঃ শফিকুল ইসলাম পরবর্তীতে ১নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হবে মর্মে সভার সমাপ্তি আহবান করেন।(প্রেস বিজ্ঞপ্তি)


Shares