Main Menu

কবি দিলীপ দাসের জন্মদিন পালিত

+100%-


প্রতিনিধি ॥ গত মঙ্গলবার ছিলো তিতাস পাড়ের প্রিয় সন্তান,ভারতের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিক দিলীপ দাসের শুভ জন্মদিন।এ দিনটি উৎযাপনে গত বছরের ন্যায় এবারো ব্রাহ্মণবাড়িয়ায় আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে তিতাস আবৃত্তি সংগঠন।মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় শহরের সুর স¤্রাট আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গনে কবি দিলীপ দাসের দুটি কবিতা আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠান উদ্ধোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক,বর্তমান সমন্বয়ক বিশিষ্ট আবৃত্তিশিল্পী রোকেয়া দস্তগীর।বিশিষ্ট কবি ও নাট্যজন আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী উত্তম কুমার দাস,ফাতেমা জান্নাত মীমের উপস্থাপনায় এসময় গণমানুষের কবি দিলীপ দাসকে শুভেচ্ছা জানিয়ে তাঁর জীবন ও সৃষ্টি নিয়ে আলোকপাত করেন জেলা কমিনিস্ট পার্টির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম,বিশিষ্ট নারী সংগঠক নন্দিতা গুহ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাহ,সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য সচিব এটিএম ফয়েজুল কবির,জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য নজরুল ইসলাম,তেল গ্যাস,বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব এড.মো.নাসির,জেলা সাংবাদিক সমিতির আহবায়ক দীপক চৌধুরী বাপ্পী।একক আবৃত্তি করেন মো.মনির হোসেন,মাসুদ রানা,অমিতাভ চক্রবর্তী,তন্ময় চক্রবর্তী,মনি রানী দে।কবি দিলীপ দাসের জীবনী পাঠ করেন সাকিলা নাসরিন সেতু।কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি আমির হোসেন।সংগঠনের কর্মীদের সমবেত কন্ঠে কবি দিলীপ দাসের সমরেড চে গুয়েভারাকে নিবেদিত কবিতা পুঞ্জ মেঘ বজ্র হবার আগে তোমার অনুমতি নেয়-এর আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






Shares