Main Menu

বিদ্যুতের লাইন অপসারণের দাবি মহাসড়ক অবরোধ

+100%-

 


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। মঙ্গলবার  বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যুত বিতরন বিভাগের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে তারা। প্রায় ১ ঘন্টা অবরোধ চলাকালে মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করে এলাকাবাসি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় মহাসড়কের দু-পাশে যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শহরের নয়নপুর গ্রামে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এর পর পুনিয়াউট এলাকার লোকজন বিক্ষোব্দ হয়ে উঠে। পরে এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের নিবার্হী প্রকৌশলী কার্য্যালয় ঘেড়াও করে। এক পর্যায়ে বিক্ষোব্দরা বিদ্যুৎ বিতরণ বিভাগের সমানে কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে প্রায়  ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
পরে বিদ্যুত বিতরন বিভাগের নিবার্হী প্রকৌশলি আব্দুল হান্নান দ্রুত বিদ্যুৎ লাইন মেরামতে আশ্বাস দিলে এলাকাবাসি অবরোধ তুলে নেয়।






Shares