Main Menu

“পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া ফিলিপাইনে গমন”

+100%-



মানব পাচার প্রতিরোধ এবং আন্তঃদেশীয় অপরাধ নিবারণ সংক্রান্ত ফিলিপাইনে অনুষ্ঠিত ২১/০৬/২০১৪খ্রিঃ হতে ২৮/০৬/২০১৪খ্রিঃ পর্যন্ত এক আন্তর্জাতিক কর্মশালায় যোগদানের জন্য বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এর নেত্বত্বে ১২ সদস্যের উচ্চ পদস্থ কর্মকর্তা অদ্য ২১/০৬/২০১৪খ্রিঃ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর হতে বিমানে রওয়ানা হয়ে গেছেন। ১২ সদস্যের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) রয়েছেন। বার সদস্যের অন্যান্য সদস্যরা হলেন সিআইডি এর অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ মোখলেছুর রহমান বিপিএম(বার), পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি জনাব মোঃ হেলাল উদ্দিন বদরী, হাইওয়ে রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আসাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ জহিরুল ইসলাম ভুইয়া, সিআইডির এ্যাডিশনাল ডিআইজি জনাব মোঃ শাহ আলমসহ অন্যন্যরা। জনাব হাসান মাহ্মুদ খন্দকার বিপিএম, পিপিএম, এনডিসি, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের মধ্য হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) কে উক্ত কর্মশালায় যোগদানের জন্য সদস্য হিসেবে মনোনীত করেন। এছাড়া ইতোপূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার সরকারি,বেসরকারিভাবে ও জাতিসংঘ মিশনে কর্মরত থাকাকালীন আমেরিকা, ইউরোপসহ বিশ্বের প্রায় শতাধিক দেশ ভ্রমণ করেছেন। পুলিশ সুপার জনাব মোঃ   মনিরুজ্জামান পিপিএম (বার) জেলার সর্বস্তরের জনসাধারন, প্রতিষ্ঠান এবং সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাছে দোয়া কামনা করছেন।



« (পূর্বের সংবাদ)



Shares