Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

+100%-


প্রতিবেদক॥ বর্ণাঢ্য আয়োজন আর আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগের আয়োজনে এ উপলক্ষে ব্যাপক কর্মসূচী পালন করা হয়।সুর স¤্রাট আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে কর্মসূচীর মধ্যে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,কেককাটা,আলোচনা ও শহরে আনন্দ শোভাযাত্রা।বিশিষ্ট কন্ঠশিল্পীদের সমবেত কন্ঠে জয় বাংলা,বাংলার জয়-শীর্ষক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।শহর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা মো.মনির হোসেন এর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি,জেলা পরিষদের প্রশাসক এড.সৈয়দ একেএম এমদাদুল বারী,সিনিয়র সহসভাপতি পৌর মেয়র মো.হেলাল উদ্দিন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.তাসলিমা সুলতানা নিশাত।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন,অর্থ সম্পাদক,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,তথ্য গবেষনা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,ধর্ম সম্পাদক এড.মহিউদ্দিন খান মাসুম,ত্রান-পুনর্বাসন সম্পাদক তানজিল আহমেদ,বন পরিবেশ সম্পাদক এড.নাজমুল হোসেন,স্বাস্থ্য জনসংখ্যা সম্পাদক হালিম শাহ লিল মিয়া,সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম সরকার,জেলা আওয়ামীলীগ নেতা এড.এমদাদুল হক চৌধুরী,শাহ আলম,আজিজুর রহমান বাচ্চু,সৈয়দ মো.আসলাম,জেলা যুবলীগ সভাপতি এড.মাহবুবুল আলম খোকন,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,জেলা শ্রমিকলীগ সভাপতি কাউসার আহমেদ,জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ,জেলা যুব মহিলালীগের আহবায়ক রুনাক সুলতানা পারভীন,যুগ্ম-আহবায়ক আলমতারা দুলি,মুক্তি খান,জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ।আলোচনার আগে বিভিন্ন পাড়া মহল্লা থেকে শতশত নেতাকর্মী বাদ্য-বাজনা সহ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে।আলোচনা সভা শেষে একটি সু-সজ্জিত আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে অনুষ্ঠানের শেষ হয়।সভায় বক্তাগন বলেন,আওয়ামীলীগের জন্ম হয়েছে বলেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয়েছে।আওয়ামীলীগ এদেশের মানুষের গণতন্ত্র,অসাম্প্রদায়িক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।আওয়ামীলীগ মানুষের উন্নয়ন ও দাবী আদায়ের জন্যই জন্মলাভ করেছে।আগামী দিনেও বাংলাদেশের মানুষের উন্নয়ন,এগিয়ে চলা,পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার সকল কাজে আওয়ামীলীগ নেতৃত্ব দেবে।






Shares