Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ গুনী সংস্কৃতিকর্মীকে সম্মাননা প্রদান

+100%-

প্রতিবেদক :: সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি পাচঁ জন গুনী সংস্কৃতিকর্মীকে সম্মাননা প্রদান করেছেন।

শুক্রবার সন্ধ্যায় শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

সম্মানা পাওয়া ব্যক্তিরা হলেন, নাট্যকলায় আবদুল মান্নান সরকার, কন্ঠশিল্পে ফিরোজ আহমেদ, ফটোগ্রাফিতে প্রাণতোষ চৌধুরী, যন্ত্রশিল্পে আনোয়ারা রহমান ও নৃত্যশিল্পে সেবিকা পালকে।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা, সনদপত্র, মেডেল, উত্তরীয় ও নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকার প্রমুখ।

পরে শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য পীযুষ কান্তি আচার্যের নির্দেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। একক সঙ্গীত পরিবেশন করেন পীযুষ কান্তি আচার্য। আবৃত্তি ও নৃত্য পরিবেশনাও ছিলো অনুষ্ঠানে। সবশেষে ওস্তাদ আনোয়ারা রহমানের পরিবারের সদস্যদের সরোদ বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






Shares