Main Menu

এমপরি নির্বাচনী কার্যালয়ের প্রধান কর্মকর্তার বাসায় হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগের মানবন্ধন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনী কার্যালয়ের অন্যতম কর্মকর্তা উসমান গণি সজীবের বাসায় চুরির উদ্দেশ্যে দুর্বৃত্ত কর্তৃক হানার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।
আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের জেষ্ঠ্য নেতারা অংশ নেয়।
জেলা ছাত্রলীগ সভাপতি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মিয়ার পরিচালনায় মানবন্ধনে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগের সহসভাপতি অশেষ রায়, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, সহ-সম্পাদক শেখ মো. রাজিব, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী খায়রুল,  শেখ রাসেল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন শোভন, পৌর কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এটি একটি উদ্দেশ্যমূলক হানা। সন্ত্রাসমুক্ত ব্রাহ্মণবাড়িয়ার রূপকার জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই উসমান গণি সজীবের বাসায় দুর্বৃত্তরা হানা দিয়েছে এবং তছনছ করেছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।






Shares