Main Menu

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন – জেলা প্রশাসক

+100%-

সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), বিজিবি-১২ এর অধিনায়ক লেঃ কর্নেল সালাইউদ্দিন খালেদ, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান বশির উল্লাহ্ জুরু, আখাউড়া উপজেলার নবাগত চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ মুসলেম উদ্দিন, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, সরাইল উপজেলা চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, কসবা উপজেলা চেয়ারম্যান এডঃ আনিসুুল হক ভূইয়া, নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মোঃ খুরশিদ শাহরিয়ার, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান মোঃ বশিরুল হক ভূইয়া, স্পেশাল পিপি এডঃ তাজুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ সারোয়ার ই আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আকবর হোসেন চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ বজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, চেম্বার সভাপতি তানজিল আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলম, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার মির্জা মোঃ শামসুল আলম, প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি আরো বলেন, জেলার স্বাস্থ্য সেবা বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই স্বাস্থ্য সেবা বিষয় নিয়ে সভা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং যারা স্বাস্থ্য বিভাগের আশ পাশে থেকে পরিবেশ নষ্ঠ করছে তাদের কঠোর হাতে দমন করা হবে। রেলওয়ে টিকেট কালোবাজারী বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জেলায় যে কয়েকটি স্থানে চুরি, ছিনতাই বিষয়ে আলোচনা হয়েছে সে সকল স্থানে পুলিশি টহল জোরদার করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। তিনি এ সময় নবাগত উপজেলা চেয়ারম্যানদের ধন্যবাদ জানান। পাশাপাশি চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি উপজেলায় আপনারা প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাবেন। কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষনিক ভাবে আমাকে জানাবেন। পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) বলেন, জেলার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা ব্যাপক কাজ চালিয়ে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতায় বর্তমানে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে ভাল আছে। আমরা ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে বেশ কয়েকজন বড় বড় ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত হকার মুক্ত করা হয়েছে। আশা করছি, আগামীতেও আমরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো সুন্দর রাখতে সক্ষম হব। তাই আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।






Shares