Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু চিত্রকলা প্রদর্শনী, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব

+100%-

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে চারদিন ব্যাপী ২৩তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণও সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে।

আনন্দঘন পরিবেশে শত শত ক্ষুদে শিশু শিল্পীর আঁকা ছবি ও গান নিয়ে শিশু নাট্যমের এ অনুষ্ঠান শনিবার বিকেলে শেষ হয়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আর এ কে সিরামিকস এর আয়োজনে ২৩তম এ অনুষ্ঠান শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ মো.হুমায়ূন কবীর। সমাপনী দিবসে সামাজিক সাংস্কৃতিক রাষ্ট্রীয়সহ সমাজের বিভিন্ন স্তরে অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার সাত কৃতি সন্তানকে সংবর্ধিত করা হয়। সংবর্ধিতরা হলেন পিআইবি মহা পরিচালক বিশিষ্ট সাংবাদিক মো. শাহ আলমগীর, নাট্যজন আলী যাকের, ভাষা সৈনিক মুহম্মদ মুসা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী মো. ফিরোজ আহমেদ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মো. সাদেকুর রহমান, প্রাক্তন শিক্ষক ও সমাজ সেবক মো.ফয়েজ উদ্দিন ভূঁঞা । এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তরিকুল ইসলাম খান রুমা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, আর এ কে সিরামিকস্ সেলস্ অ্যান্ড মার্কেটিং ডেপুটি ম্যানেজার জুয়েল সরকার।

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মো.মাসুকুল ইসলাম মাসুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন, দিপ্ত মোদক, রাজু সরকার, প্রবাল বণিক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু।

চারদিনব্যাপী উৎসবে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের কবিতা আবৃত্তি, ছবি আঁকা ও সঙ্গীত বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবের সমাপনী দিবসে ২০১৩ সালের উৎসবের চার কৃতি শিক্ষার্থীকে শ্রেষ্ঠ আঁকিয়েদের পুরস্কার দেওয়া হয়। পরে প্রধান অতিথি সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর ও পিআইবির মহাপরিচালক মো.শাহ আলমগীর শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন।






Shares