Main Menu

পূর্ব মেড্ডা ড্রেন নির্মান কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র

+100%-

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার প্রত্যেক এলাকার জন সাধারণ যদি নিজ নিজ এলকার পরিছন্নতা রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষপ গ্রহন করেন তাহলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটি আধুনিক পরিছন্ন শহর হিসেবে গড়ে উঠবে।

এজন্য নিজেস্ব ব্যবস্থাপনায় বাসা বাড়ি থেকে গৃহস্থালী বর্জ্য সংগ্রহ করা, নিজ নিজ এলাকায় স্থান নির্ধারণ করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলানো, পৌরসভার পরিছন্নতা কর্মী ও পরিবহন কে বর্জ্য অপসারণে সহযোগিতা করা, ড্রেনেজ ব্যবস্থা স্বচল রাখতে ড্রেন সমূহে ময়লা আর্বজনা না ফেলা ইত্যাদি বিষয়ে জনগনকে সচেতন হতে হবে।

মেয়র সোমবার সকালে পূর্ব মেড্ডায় ড্রেন নির্মান কাজ উদ্বোধন কালে সমবেত সুধীজনের উদ্দেশ্যে উপরক্ত কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল বাশার, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, জেলা আওয়ামীলীগের সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম সরকার, এড. মো. হাবিবুল্লাহ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান (মলাই), সাধারণ সম্পাদক মোঃ হানিফ, সাংগঠনিক সম্পাদক সফর আলী, জেলা কৃষকলীগ সদস্য আবুল হাসেম, এলাকার বিশিষ্ট মুরব্বি আলমগীর হুদা, ওয়াহিদুল হক, মঈন উদ্দিন, মাওলানা আব্দুল কাদির, অনিল চন্দ্র বনিক, কমরেড নজরুল ইসলাম, আতাউর রহমান, হাজী আমির হোসেন, মোতালেব মিয়া, সিবু বৌদ্ধ, সাচ্চু মিয়া, জেলা যুবলীগ সদস্য মাসুকুল কবির, স্বেচ্ছা সেবকলীগ নেতা আব্দুল কাদির সুমন, মোঃ, জুয়েল আহমেদ, জনি, ছগির হোসন, শাকিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে মেয়র ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং দেশের উন্নয়ন ও শান্তি কামনা করে মহান আল্লাহ তালার দরবারে মোনাজাত করেন।






Shares