Main Menu

অবশেষে স্বস্তির বৃষ্টি ব্রাহ্মণবাড়ীয়ায়

+100%-

নিজস্ব প্রতিবেদক :: তীব্র গরমে ব্রাহ্মণবাড়ীয়ায় বৃষ্টির দেখা দেখা মেলে বিকেল পৌনে ৪টার দিকে। জেলায় বৃষ্টি স্থায়ী ছিল প্রায় ৪৫ মিনিট। বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে, শুক্রবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে,সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সকালে আবহাওয়া অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে,স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ফলে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Shares