Main Menu

সমকাল দ্বিতীয় জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গভঃ মডেল গালর্স হাই স্কুল

+100%-

সংবাদদাতা :: সমকাল দ্বিতীয় জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় এবারও ব্রাহ্মণবাড়িয়া জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গভঃ মডেল গালর্স হাই স্কুল।

শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে একই বিদ্যালয়ের সাবিকুন্নাহার রোজা। গভঃ মডেল গার্লস হাই স্কুলের অপর দুই বিতার্কিক হলো শাখিহা আলক ও শায়লা রেশমি। বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, উইজডম স্কুল এন্ড কলেজ, উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়, লায়ন ফিরোজুর রহমান একাডেমী।

বিতর্কের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সমকালের ব্রাহ্মণবাড়িয়াস্থ স্টাফ রিপোর্টার আবদুন নূর। বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুজন’র সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীনের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক খলিলুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন ও ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুর রহমান মোল্লা।

বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান শিশির, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় ভট্টাচার্য্য, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম । বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতা করেন সুহৃদ মোস্তফা ফেরদাউস নাঈম, মোক্তার হোসেন, আল আমীন ভূইয়া প্রমুখ।






Shares