Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

+100%-

প্রতিবেদক :: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সোমবার ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলেজের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ৮০ জাতের পিঠা প্রদর্শন করা হয়।

কলেজের অধ্যক্ষ অমৃত লাল সাহা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্য আব্দুর রাজ্জাক মীর, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক তারিকুল ইসলাম।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সায়েরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ, আব্দুর রউফ খান, তানিয়া আক্তার। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহআলম, পদার্থ বিদ্যা বিভাগের বিভগীয় প্রধান আব্দুল ওয়াহেদ, সহকারি অধ্যাপক হামজা মাহমুদ, দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক জাকির হোসেন, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মো. আল-আমিন।



« (পূর্বের সংবাদ)



Shares