Main Menu

বাংলাদেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করার জন্য পরিকল্পনা নেয়া হয়েছে–মোকতাদির চৌধুরী

+100%-

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বেশ কয়েকটি গুরুত্বপূর্ন বিষয়ে মাষ্টার্স কোর্স চালু ও একটি ছাত্রী নিবাস করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।গতকাল বৃহস্পতিবার সকালে শতাধিক শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।জানা যায়,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ১৫ টি বিষয়ে অনার্স কোর্স চালু থাকলেও মাত্র দুটি বিষয়ে মাষ্টার্স কোর্স চালু আছে।এতে করে অনার্স পাশ করা শিক্ষার্থীরা মারাতœক অসুবিধার মুখে পড়ে।এ অবস্থার উত্তরনে গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের শতাধিক শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে আসেন।শিক্ষার্থীদের পক্ষ থেকে সংসদ সদস্যকে একটি ফুলের নৌকা উপহার দেয়া হয়।এসময় তারা সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে একটি আবেদন পত্র তুলে দেন।এতে তারা মাষ্টার্স কোর্স চালুর পাশাপাশি আরো একটি নতুন ছাত্রী নিবাস প্রতিষ্ঠার আবেদন জানায়।এসময় এমপি মোকতাদির চৌধুরী বেশ কয়েকটি বিষয়ে মাষ্টার্স কোর্স চালু সহ একটি নতুন ছাত্রী নিবাস করার আশ্বাস দেন।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল মামুন সরকার,সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন,তথ্য গবেষনা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন।শিক্ষার্থীদের দাবী-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল,সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শোভন,শিক্ষার্থী শেখ রাজিব,আরজুদা বেগম,জান্নাতুল মারিয়া,সাবিনা ইয়াসমিন,সুবর্না আকতার।এসময় শিক্ষার্থীদের উদ্যেশ্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন,আওয়ামীলীগ সরকার সকল সময় দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক,যুগপযোগী করে গড়ে তোলার জন্য ব্যাপক কাজ করেছে।বর্তমানেও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।তিনি আরো বলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করার জন্য পরিকল্পনা নিয়েছেন।তিনি আরো বলেন,বর্তমান সরকার নারী বান্ধব।নারীদের উন্নয়নে এ সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে।নারী কল্যানে শেখ হাসিনার সরকার নারী উন্নয়ন নীতিমালা প্রনয়ন করেছে।






Shares