Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইক চালক ছুরির আঘাতে খুন

+100%-

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ছুরিকাঘাতে মো. আমির হোসেন (২৬) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পৌর এলাকার পাইকপাড়ার মাদারল্যাব হাসপাতালের সামনে এ ঘটনাটি ঘটে। আমির হোসেন সদর উপজেলার নাটাই(উঃ) ইউনিয়নের রাজঘর গ্রামের মো. সদল মিয়ার ছেলে।

প্রথমে ছিনতাইকারীর হাতে ইজিবাইক চালক খুন হয়েছেন বলে জানা গেলেও পরবর্তীতে জানা যায় তারা সর্ম্পকে চাচা ভাতিজা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইক আটক করে ধস্তাধস্তির একপর্যায়ে আমির হোসেনকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। তাৎক্ষণিকভাবে আশে পাশের লোকজন মিলে আমিরকে উদ্ধার করে সদর হাসপাতালে ও দুর্বৃত্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। হাসপাতালের আনার পর চিকিৎসকরা ইজিবাইক চালককে মৃত ঘোষণা করেন। আটককৃত খুনী জাহিদুল ইসলাম রাজীব হল উক্ত রাজঘর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দ্বিতীয় কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, টাকা পয়সা সংক্রান্ত কোনো বিরোধ কিংবা এলাকার কোনো বিষয় নিয়ে এ হত্যা কান্ড ঘটতে পারে।  আমির হোসেনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।






Shares