Main Menu

গোকর্ণঘাট কবর স্থানের রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন কালে মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-


ধর্মের নামে যারা সমাজে শান্তি শৃংখলা নষ্ট করতে চায় তারা দেশ, মানবতা ও ধর্মের শত্রু


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, মসজিদ, কবরস্থান সহ সকল ধর্মের সব ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দ্বায়িত্ব। সব ধর্মই অপর ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। তাই সবাইকে ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা আন্তরিকতার সাথে রক্ষা করতে হবে । তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্মপ্রতির দেশ। এই সম্প্রতি নষ্ট করতে ধর্মের নামে যারা সমাজে শন্তি শৃংখলা নষ্ট করতে চায় তারা দেশ, মানবতা ও ধর্মের শত্রু। তাদের প্রতি সজাগ থাকতে মেয়র সকলকে আহবান জানান। মেয়র গতকাল সকালে গোর্কণ ঘাট কবরস্থানের রাস্তা নির্মান কাজ পরিদর্শন কালে এ কথা বলেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, নির্বাহী প্রকৌশলী এ টি এম মহিউদ্দিন খন্দকার, সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, ওযার্ড আওয়ামীলীগ সভাপতি হাজি ডাঃ মোঃ ইয়াকুব আলী, সাবেক কসিশনার মোঃ আফিল মিয়া, মোঃ কুদ্দুছ মিয়া, মোঃ জামাল মিয়া, কামাল মিয়া, হাজি মোঃ সৈয়দ মিয়া সরদার, মোঃ লাহু মিয়া সরদার, মোঃ বাছির মিয়া, আঃ আশিদ, মোঃ নজির মিয়া, মোঃ ফরিদ মিয়া, মোঃ আঃ কায়্যুম, উপ-সহকারি প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, ঠিকাদার মোঃ নাছির প্রমুখ।






Shares