Main Menu

ব্রাক্ষ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ

+100%-

ডেস্ক ২৪ : নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ মোশাররফ হোসেনকে ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর সই করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

এর আগে হবিগঞ্জের জেলা প্রশাসক মোনিন্দ্র কিশোর মজুমদার এবং ব্রাক্ষ্মণবাড়িয়া নূর মোহাম্মদ মজুমদাকরে প্রত্যাহার করা হয়। গত সোমবার নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রত্যাহার করার নির্দেশ দেয়। এই দুই ডিসিকে প্রত্যাহার করা হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের পদায়ন করা হয়নি।

Shares