Main Menu

ক্রীড়া ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে — জেলা প্রশাসক নূর মোহাম্মদ

+100%-

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকমোহাম্মদ নূর মোহাম্মদ মজুমদার বলেছেন ক্রীড়া ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার গৌরোজ্বল ঐতিহ্য বিকাশের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জেলা ফুটবল রীগের আয়োজন এক অনন্য দৃস্টান্ত। তিনি বলেন বিপুল সংক্যক ক্রীড়ামোদী দর্শকদের আনন্দ উচ্ছাস ফুটবলের জনপ্রিয়তাকে উদ্ভাসিত করেছে। শান্তিপূর্ন সুশৃঙ্খল ভাবে এ আয়োজন সম্পন্ন হওয়ায় তিনি ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ সহ দর্শকদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, এ আয়োজনের দৃস্টান্তে  আগামীদিনে ক্রীড়া ক্ষেত্রে আরও বড় ধরনের পদক্ষেপ গ্রহণে অনুপ্রেরণা জুগাবে। তিনি শিল্প সাহিত্য সংস্কৃতির রাজধানী বলে খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যকে সমুন্নত রাখতে সকলকে ভূমিকা রাখার আহবান জানান। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ এর সহযোগিতায় প্রাইম ব্যাংক জেলা ফুটবল লীগ ২০১৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বকঋতায় পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামন পিপিএম বলেন, বিজয়ের মাসে খেলার মাঠে অনন্য বিজয়ানন্দ দেখে আনন্দিত হয়েছি। তিনি সামাজিক ভাবেও এমনই আনন্দঘন পরিবেশ বজায় রাখতে সকলের ভূমিকার আহবান জানান। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইউসুফ কবীর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, প্রাইম ব্যাংকের উপ ব্যবস্থাপক , উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান এবিএম তৈমুর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, নাটাই দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ূম সহ ডিএফএর কর্মকর্তা বৃন্দ। গতকাল লীগের ফাইনাল খেলায় নানা বাদ্য বাজনা বাজিয়ে শহর প্রদক্ষিণ করে সমর্থক দর্শকরা পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখে। প্রতিটি গোলের পর আনন্দ উচ্ছাস পুরো এলাকাকে উৎসব মুখর করে তোলে। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন প্রভাতী ক্রীড়া চক্রকে ২-১ গোলে পরাজিত করে বিল কেন্দুয়াই একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রভাতীর পক্ষে প্রথম গোলটি করে প্রভাতীর শামীম পরে বিলকেন্দুয়াই দলের কাজল একটি ও পরে একই দলের মনিরের একটি আকর্ষনীয় গোলে বিজয় নিশ্চিত করে বিল কেন্দুয়াই। খেলায় রেফারী ছিলেন আবু সাঈদ রনি, সহযোগী ছিলেন ফখরিয়া, মোঃ ফরিদ এবং আবু মুসা খসরু। কেলার সার্বিক সমন্বয় করে জেরা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী। উক্ত ফুটবল লীগে জেরার ১২ টি ফুটবল দল অংশ নিয়েছে।






Shares