Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম দিনে আটক ৬

+100%-

সুমন নূর : ১৮ দলের ডাকা অবরোধের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।শনিবার পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।এদিকে অবরোধের কারণে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ সকল সড়কে সিএনজি অটোরিকশা চলাচল করছে। এছাড়া ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।  ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, অবরোধে নাশকতা এড়াতে শহরের ৪১টি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


Shares