Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে দু’গোষ্ঠীর সংঘর্ষে মহিলাসহ আহত ২৫, বাড়িঘর ভাংচুর

+100%-

শামীম উন বাছির: রবিবার ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে জায়গা বিরোধের জের ধরে দু’গোষ্ঠীর সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫জন আহত হয়েছে। এসময় ৭/৮ বাড়িঘর ব্যাপক ভাংচুর চালায় দাঙ্গাবাজরা। জানা যায়, শহরের ভাদুঘরের উত্তর পাড়ার জাফর গোষ্ঠীর আলমগীর ও ছাবর গোষ্ঠীর মোখলেছ মিয়ার মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জায়গা আলমগীর সীমানা প্রাচীর নির্মান করে। গতকাল সকাল প্রায় ৯টায় মোখলেছের নেতৃত্বে ৫/৬ জন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। পরে ছাবর গোষ্ঠীর লোকজন স্থানীয় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয়পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫জন আহত হয়েছে। এসময় আলমগীর মিয়াসহ তার আরো ৪ ভাইয়ের ৭/৮টি বাড়িঘর ব্যাপক ভাংচুর চালায় দাঙ্গাবাজরা। আহতদের মধ্যে গিয়াস উদ্দিন (২২), সেন্টু মিয়া (৫৫), পারুল বেগম (৩৫), দুলাল আহমেদ (৪২), মহিম (৩৪), আকলিমা বেগম (২৫), আলমীগর(৪৬), ফারুক (২৩), সগীর (২৫), মোজাম্মেল (৩৫), কিরন বালা (২৬), আকরামূল ইসলাম (১২)কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে।



« (পূর্বের সংবাদ)



Shares