Main Menu

হাসিনার আহ্বানে সহিংসতা বাড়বে: গালফ নিউজ

+100%-

ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশে সহিংসতা বৃদ্ধি পেতে পারে। তিনি তার প্রতিপক্ষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল তিনি বলেছেন, রাস্তায় নামুন, দেখা যাবে কার কত শক্তি। এতে বিরোধীদের মাঝে ক্ষোভ তীব্রতর হবে। গতকাল অনলাইন গালফ নিউজ এক সম্পাদকীয়তে একথা বলেছে। ‘এন্ডিং কনফ্রন্টেশনাল পলিটিক্স ইন বাংলাদেশ’ শীর্ষক ওই সম্পাদকীয়তে আরও বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। এটা বাংলাদেশের নির্মম অবস্থাকে স্মরণ করিয়ে দেয় যে, কিভাবে রাজনৈতিক অব্যাবস্থাপনা ও গভীর সামাজিক অসন্তোষ শাসন ব্যবস্থাকে বিকলাঙ্গ করে দিরে দিতে পারে। পারে অস্থিতিশীলতাকে জিইয়ে রাইতে। দুর্ভাগ্যজনক হজলো, এখন নিয়মিত প্রতিবাদ বিক্ষোভ ও পরবর্তী ঘটনায় প্রাণহানী দৃশ্যত এ দেশটির আদর্শ হয়ে উঠেছে। গত বুধবার এখানে ১৫ জন নিহত হয়েছে। এটা আরেকটি রক্তাক্ত অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত। জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমনই একটি অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। বিরোধী দল বিএনপি নির্বাচন তদারকের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি করছে। এ দাবিতে যে উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ছে তাতে নির্বাচন মুলতবি হয়ে যেতে পারে। ওই সম্পাদকীয়তে আরও বলা হয়, আর খারাপ যা হতে চলেছে তাহলো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে যে দ্বন্দ্ব, ঘোর বিরোধিতা তা এখন উন্মুক্ত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। কোন বিচক্ষণ ব্যক্তিও ব্যাখ্যা করতে পারেন না যে, এখন পরিস্থিতি কি ঘটছে বা কি ঘটতে যাচ্ছে। তাই ক্ষমতাসীন দল ও বিরোধী দলকে অবশ্যই তাদের সংঘাতময় অবস্থান সম্পর্কে নতুন করে পর্যালোচনা করতে হবে। সহিংসতা পরিহার করে বের করতে হবে একটি সমাধানের পথ।






Shares