Main Menu

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে যোগাযোগ বন্ধ

+100%-
কুমিল্লার বুড়িচংয়ে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গৌধুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার রাত পৌনে ৮টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের সিন্দুরিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার সহকারী রেল স্টেশন মাস্টার শফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গৌধুলী এক্সপ্রেস ট্রেনটি বুড়িচংয়ের সিন্দুরিয়া ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৪০জন ট্রেন যাত্রী আহতের খবর পাওয়া গেছে। দর্বৃত্তরা রেল লাইনের প্রায় ২শ’ ফিট  ফিসপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত (রাত সাড়ে ৮টায়) আখাউড়া ও লাকসাম জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেনের জন্য খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হবে বলে তিনি জানান।

এই দুর্ঘটনার ফলে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়ির আখাউড়া জংশনে আটকা পড়েছে।






Shares