Main Menu

বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

+100%-

প্রতিনিধি ॥ কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা স্থানীয় ট্যাংকের পাড়স্থ জামে মসজিদ চত্বরে শত শত মুসল্লির অংশগ্রহণের মধ্য দিয়ে এ জানাযা অনুষ্ঠিত হয়। মাওলানা মোহাম্মদ আলীর ইমামতিতে গায়েবানা জানাজায় কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল রশিদ, সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক পিপি এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ আলী আজম, হাজী মোঃ মিজানুর রহমান, ছাত্রদল সিনিয়র সহ সভাপতি  রাশেদ কবির আখন্দ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল সহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। গায়েবানা জানাজা শেষে বিগত আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


Shares