Main Menu

সোমবার রাত থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আতংক, ব্যাপক বোমাবাজি, গ্রেফতার

+100%-

প্রতিনিধি : সোমবার রাতব্যাপী ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাপক বোমাবাজি, বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজিচালিত টেম্পো ভাঙচুর এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা তিন মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানা পুলিশ বাদী হয়ে রাতে তিনটি মামলা দায়ের করে। সোমবার ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। এর প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিন মঙ্গলবারের আগের রাতে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড চালায় জোট নেতাকর্মীরা। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, রাতে শহরের টিএ রোড-কালিবাড়ি মোড় থেকে রেলগেইট পর্যন্ত এলাকায় ককটেল বিস্ফোরণ, রেললাইনে আগুন ও ডেমু ট্রেনে ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। তিন মামলায় ২৬৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৯৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৭০ জন অজ্ঞাতনামা।প্রসঙ্গত, সোমবার রাতে শহরের টি.এ রোডের জেলা পরিষদ মার্কেট ও কালিবাড়ি মোড়ে টায়ার জ্বালিয়ে আগুন দেয় বিএনপি নেতাকর্মীরা। এসময় তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এছাড়া তারা পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় জেলা পরিষদ মার্কেটের দুটি দোকান, একটি মোটরসাইকেল ও রিকশা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকা থেকে কুমিল্লাগামী একটি ডেমু ট্রেনকে লক্ষ করে একাধিক ককটেল ছুঁড়ে মারা হয়






Shares