Main Menu

মেজর জহিরের শোকসভায় সর্বস্তরের নাগরিকদের অংশ গ্রহনের উদাত্ত আহবান জানিয়েছেন পৌর মেয়র

+100%-


ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খেতাব বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতিক এর মৃত্যুতে আগামী ৩০ নভেম্বর জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। উক্ত নাগরিক শোক সভা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের এক পরামর্শ সভা গতকাল বিকালে হালদারপাড়াস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপত্তি করেন সর্বদলীয় নাগরিক শোক সভা বান্তবায়ন কমিটির আহবায়ক জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী, স্বাগত বক্তব্য রাখেন সর্বদলীয় নাগরিক শোক সভা বান্তবায়ন কমিটির সদস্য সচিব, জেলা আওয়ামীলীগ ও ১৪ দলের সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু।

পরামর্শ সভায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী মন্টুর পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি এডঃ আক্তার হোসেন সাইদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, কৃষক সভাপতি কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক এম এ মালেক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, জেলা ওয়ার্কাস পাটির সদস্য কমরেড নজরুল ইসলাম, যুবনেতা গোলাম মোস্তফা রাফি, সদর উপজেলা আওয়ামীলীগ এর ধর্ম বিয়ষক সম্পাদক হাফেজ মাওঃ মোঃ জাকির, যুব মহিলা লীগের আহবায়ক আলম তারা দুলি, রিকসা শ্রমিক লীগের সভাপতি মোঃ আলি আজম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, মেজর জহির ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি। তাঁর অপ্রত্যাশিত মৃত্যুতে আমরা সবাই শোকাহত। জেলা বাসীর প্রতি মেজর জহিরের অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। তার সমস্ত অবদান করে স্মরণকরে সর্বদলীয় নাগরিক শোকসভা আয়োজন  করা হয়েছে । নাগরিক শোক সভায় বর্তমান অন্তবর্তী সরকারের মাননীয় দুই জন মন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  মেয়র দলমত নির্বিশেষে সকল কে উক্ত নাগরিক শোক সভায় উপস্থিত হয়ে সভা সাফল্য মন্ডিত করার জন্য আহবান জানান।

সভায় জেলা আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভায় নাগরিক শোক সভা বাস্তবায়ন করার জন্য  বিভিন্ন পরামর্শ গ্রহন করা হয়।(প্রেস বিজ্ঞপ্তি)



(পরের সংবাদ) »



Shares