Main Menu

প্রাণ গেলো ৬ যাত্রীর

+100%-

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মাটি বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ছয় যাত্রীর। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক মো. শাহ আলম মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং-এর মদন মোহন সরকার (৫০), নন্দ লাল সরকার (৪৮), জগদীশ সরকার (৪৭), রথীন্দ্রনাথ সরকার (২৮) এছাড়া ইলিয়াস মিয়া (৩২) অজ্ঞাত।

জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ ছায়েদুল হক খান জানান, সিএনজিটি সরাইল থেকে জেলা সদরে যাত্রী নিয়ে যাচ্ছিলো। ঘটনাস্থলে মাটি বহনকারী ট্রাক্টরটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। ঢাকায় নেবার পথে বিকেল ৫ টার দিকে ইলিয়াস আলী ও রথীন্দ্র সরকার মারা যান।

ক্ষতিগ্রস্ত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। ট্রাক্টটির চালক পলাতক রয়েছে বলেও জানান ছায়েদুল হক।(পরের সংবাদ) »Shares