Main Menu

পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীসহ আহত ১৫

+100%-

 

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, উজানিসার এলাকার কৃষক সমবায় সমিতির সামনে কুমিল্লাগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাথে সিলেটগামী কুমিল্লা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে, একই সময়ে উজানিসার ব্রিজ এলাকায় একটি স্কুল মাইক্রোবাসের সাথে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ৫ শিক্ষার্থীকে কসবা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. ছায়দুল ইসলাম খান জানান, এঘটনায় ঘাতক বাস ও কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।


Shares