Main Menu

রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিকদের নিয়োগের দাবীতে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

+100%-

প্রতিবেদক : রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিকদের নিয়োগের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচীর পর স্মারক লিপি প্রদান করেছে শিকরা। দুপুরে শহরে কাজীপাড়ায় জেলা প্রাথমিক শিা অফিসের সামনে নিয়োগ বঞ্চিত সকল প্যানেলভুক্ত শিকবৃন্দের পে জেলা সভাপতি  মোঃ বায়েজিদ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তুলসী সরকারের পরিচালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন মরিয়ম বেগম, আমির হোসনে, মোশারফ হোসেন, নাদমী আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মতই রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক পদের নিয়োগ পরীা সম্পন্ন হয়। পরীায় চুড়ান্ত ভাবে উত্তীর্ণ  ৪২ হাজার প্রার্থীর মাঝে ১৬ হাজার প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। বাকী ২৬ হাজার প্রার্থী এখনো নিয়োগ পায়নি। মেধা তালিকা অনুযায়ী নিয়োগের কথা থাকলেও তা করা হয়নি। আমরা যারা বঞ্চিত তারা অতিকষ্টে দিন অতিবাহিত করছি। তাই জাতীর জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন মানবিক দিক বিবেচনা করে তালিকাভুক্ত শিকদের নিয়োগ দেয়া হয়। পরে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দফা দাবী আদায়ের ল্েয স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মোঃ বায়েজি আহমেদ জানান, আমাদের দাবী মানা না হলে আমাগী ৫ই অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচী পালন করা হবে।






Shares