Main Menu

ব্রাহ্মণবাড়িয়া মহিলা সরকারী কলেজের শিকদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-মাঃ

+100%-

শামিম উন বাছির: ব্রাহ্মণবাড়িয়া মহিলা সরকারী কলেজের শিক্ষকদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে তারা আন্দোলনে নামে। ‘দুর্নীতিমুক্ত কলেজ চাই, স্বাধীন ভাবে পড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে শিার্থী তানজিনা, স্মৃতি, মুন্নি, সাজেদা, কানিছ ফাতেমার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসকাবের সামনে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজের শিক্ষকদের নিকট ইংরেজী, গণিত, রসায়ন, পদার্থ, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয় প্রাইভেট না পড়লে ফেল করিয়ে দেয়া হয়। আর প্রাইভেট যারা পড়ে তাদের অগ্রিম প্রশ্নপত্র দিয়ে দেয়া হয়। সরকারী নিয়মমতে কলেজে পরীক্ষা নেয়া হয়না। নিজেদের মনগড়া মত পরীক্ষা নেয় কলেজ প্রশাসন। শিকরা অতিরিক্ত টাকা নিয়ে সাজেশন বিক্রি করে। এতে করে অনেক দরিদ্র-অসহায় শিক্ষার্থীর পক্ষে সাজেশন কেনা সম্ভব হয়না। যার ফলে বেশির শিক্ষার্থীদের ফলাফল ভাল হয়নি। এইসব দুর্নীতির কারনে আমাদের কলেজের ফলাফল প্রতি বছর দেশের অন্যান্য কলেজ তুলনায় খুবই খারাপ হচ্ছে। বিষয়টি কলেজের অধ্যক্ষ প্রফুল চন্দ্র দেবনাথকে বার বার অবহিত করলেও তিনি বিষয়টি নিয়ে টালবাহানা করছেন।
এ ব্যাপারে কলেজের উপাধ্য আব্দুস সোবহান বলেন, বিষয়টি আমি শুনেছি। অধ্যক্ষ আসলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

 


Shares