Main Menu

খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব — মোকতাদির চৌধুরী এমপি

+100%-

 

প্রতিবেদক : সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ফাইনাল খেলা ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিা অফিসার তাপস কুমার অধিকারী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ ছাল্লাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) রিপন চাকমাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিা অফিসের কর্মকর্তা ও শিক/ শিকিাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মনিটরিং প্রাথমিক শিা কর্মকর্তা বি.কে. দত্ত। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। এই খেলাধুলায় প্রতিযোগিতা আছে। এখানে কোন হিংসা বিদ্বেস নেই। এখান থেকে এই প্রজন্মের শিার্থীদের অনেক কিছু শেখার আছে। তাই বর্তমান সরকার প্রতিবছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এর ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে।  উক্ত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আখাউড়া উপজেলার রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সরাইল উপজেলার বশিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।  এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার চান্দুপুর সরকারী প্রাথমিক ট্রাইবেকারে ৩-১ গোলে বাঞ্ছারামপুর উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার প্রদান করেন।






Shares