Main Menu

ঘাটুরায় পূর্ব শত্রুতার জের ধরে দু পক্ষের সংঘর্ষ, আহত ১৫

+100%-

সুমন নূর : বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দু পক্ষের সংঘর্ষে শিশু ও মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় দোকানপাট লোটপাট ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘাটুরা গ্রামের মোহাম্মদ আলীর(৪০) সাথে প্রতিবেশী ধন মিয়া(৪৫) পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মোহাম্মদ আলীর ছেলে ফুটবল খেলতে গেলে তা ধন মিয়ার ছেলেরা তাতে বাধা দেই। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছেলেটিকে মারধর করে তারা। এ ঘটনার প্রতিবাদ করলে নিয়ে মোহাম্মদ আলীর দোকান ও বাড়িতে হামলা চালায় ধন মিয়ার লোকজন। এতে দোকানে থাকা ফ্রিজ ,মুদি মালামাল, এবং ঘরে থাকা ৫ ভরি সোনার অলংকারসহ ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মোহাম্মদ আলীর মেয়ে রোখসানা বেগম।  এঘটনায় আহতরা হলেন, রোখসানা(২৫), আলেকচান(৫০), ইসমাইল(১৬), শায়লা বেগম(২), মো. রুনা আক্তার(১৮), খোকন মিয়া(২৯), ধন মিয়া(৪৫), সাহাদ মিয়া(৬০), শরীফ খন্দকার(৪০), সোলমান মিয়া(৫০)। আহতদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । এ রিপোট লেখা এ ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছিল।


Shares