Main Menu

ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

+100%-

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণিংবডির চেয়ারম্যান র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী।
জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ সৈয়দ এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান, ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আ ন ম আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন ক্বারী আনিছুর রহমান।


Shares