Main Menu

তিতাসের ১৮ নং কুপের গ্যাস উত্তোলন শুরু

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের আওতাধীন ১৮ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে। শনিবার এর প্রোডাকশন টেষ্টিং কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. মোঃ হোসেন মনসুর। কয়েক ঘন্টার প্রাথমিক পরীক্ষণ কাজ শেষ হলে জাতীয় গ্রীডে এই কূপে উৎপাদিত গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের কর্মকর্তারা। এই কূপ থেকে দৈনিক ৪০ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তারা। কূপটির পরীন কাজ উদ্ধোধন করে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. মোঃ হোসেন মনসুর সাংবাদিকদের বলেন তিতাস গ্যাসত্রে একটি সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র। এখানে আরো একাধিক কূপ খনন করা হবে। তিনি এ সময় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় গ্যাসের দাবি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন যে সব এলাকায় গ্যাস ক্ষেত্র রয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঐসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়া হবে। সেখানে শিল্প কারখানা গড়ে উঠলে তাতেও অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেয়া হবে। এসময় অন্যান্যের মধ্যে পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এর এমডি মোঃ শফিকুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে,বাংলাদেশ গ্যাস ফিল্ডের নিজস্ব অর্থায়নে প্রসেস প্লান্টসহ ১৭ ও ১৮ নম্বর কুপ খননের প্রকল্প নেয়া হয়। ইতোমধ্যে ১৭ নম্বর কুপের কাজ শেষ হবার পর দৈনিক ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। এরপর গত মার্চ মাসে ১৮ নম্বর কূপের খনন কাজ শুরু হয়।  বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের নতুন এই ১৮ নম্বর কুপসহ ৩৩টি কুপ থেকে বর্তমানে দৈনিক প্রায় ৮শ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। যা দেশের মোট গ্যাস উৎপাদনের প্রায় শতকরা ৪০ ভাগ।






Shares