Main Menu

বীর মুক্তিযোদ্ধা ম.ফ কাইয়ুম খান খুকুর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

+100%-


প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সহ সভাপতি, জেলা নাগরিক কমিটির সহ সভাপতি, রোটারী কাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর প্রেসিডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক, সংগঠক, রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ম.ফ কাইয়ুম খান খুকুর জানাযা  বুধবার বাদ জোহর স্থানীয় কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয় স্বজন, বন্ধুমহল, শুভাকাংখী, শুভানুধ্যায়ীসহ জেলার বিশিষ্ট রাজনীতি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল পরিমাণ শোকাহত জনতা অংশগ্রহণ করেন। জানাযার পূর্বে শোকপ্রকাশ করে  বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডঃ রেজাউল ইসলাম ভূইয়া, চেম্বার সভাপতি আলহাজ্ব ইলিয়াছ খান, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ, সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, কাজীপাড়া পঞ্চায়েত কমিটির নেতা কিতাব আলী, মরহুমের একমাত্র ছেলে রাজিব। শোক সভাটি পরিচালনা করেন পৌর জাতীয়পার্টির সদস্য সচিব আবু কাউসার খান। জানাযা নামাজে ইমামতি করেন হযরত মাওঃ বেলায়েত উল্লাহ্।

 

সভায় বক্তারা বলেন, ম. ফ. কাইয়ুম খান খুকু ছিলেন একজন সদালাপী, নীতিবান সংগঠক ও সমাজসেবক। তিনি মহান মুক্তিযুদ্ধের এক বীর সেনানী। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসী গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ্ তালার দরবারে প্রার্থনা করছি তাঁর ভাল কাজসমূহের প্রতিদান আল্লাহ্ তালা তাকে পরকালে প্রদান করবেন। এ সময় বক্তাগণ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা ম. ফ. কাইয়ুম খান খুকুকে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব এর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকোষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারের পরে মরহুমের কফিনে ব্রাহ্মণবাড়িয়া -২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধার পে পুষ্প স্তবক অর্পন করা হয়। এছাড়াও জেলার রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক সংগঠনের পে মরহুমের কফিনে পুষ্প স্তবক অর্পন করার পর কাজীপাড়াস্থ পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম ম. ফ. কাইয়ুম খান খুকু গত রোববার ভোর ৪টায় ভারতের কলকাতার একটি প্রাইভেট কিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সর্বমহলে শোকের ছায়া বিরাজ করছে।






Shares