Main Menu

জিয়াউর রহমানের ৩২ তম শাহাদাৎ বার্ষিকীতে জেলা ছাত্রদলের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

+100%-

বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সোমবার জেলা পরিষদ চত্বর হতে এক শোক র‌্যালী আরম্ভ হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস কাব চত্বরে জেলা ছাত্রদলের সভাপতি মো: শামীম মোল্লার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সদর উপজেলা বিএনপি সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি সহ-সভাপতি জিল্লুর রহমান, এড: গোলাম সরওয়ার খোকন, দপ্তর সম্পাদক এ বি এম মোমিনুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা যুবদল এর আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম সম্পাদক আলী আজ্জম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হবার নয়। তাই আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে এদেশের প্রত্যেকটি মানুষকে পথ চলার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচীর মাধ্যমে এদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেন। তাই এদেশের জনগণ শহীদ এই রাষ্ট্র নায়ককে কখনোই ভুলতে পারবে না। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবির, যুগ্ম সম্পাদক বায়েজিদ আহম্মেদ হেলাল, সাংগঠণিক সম্পাদক শেখ মোহাম্মদ হাফিজ উল্লাহ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশিকুল ইসলাম সুমন, সদস্য সচিব তানভীর রুবেল, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শোহেব। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares