Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

+100%-

প্রতিনিধি ॥ সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা সুজন এর সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- তরুণদেরই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসতে হবে। একাত্তোরের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সংকটে তরুণ সমাজ গৌরব উজ্জল ভূমিকা পালন করেছে। বর্তমানেও দেশের ক্রান্তিলগ্নে তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, জেলা দুপ্রক এর সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, এটিএন নিউজ এর ব্যুারো চীফ ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি পিযুষ কান্তি আচার্য। অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- এডভোকেট মোঃ নাছির, মানবজমিনের স্টাফ রিপোর্টার ও ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাবেদ রহিম বিজন, আমাদের সময় এর স্টাফ রিপোর্টার দীপক চৌধুরী বাপ্পী, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সৈয়দ মোঃ আকরাম, দিগন্ত টিভি ও নয়া দিগন্ত জেলা প্রতিনিধি আল আমীন শাহীন, এন টিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু, মাই টিভির জেলা প্রতিনিধি কাউছার এমরান, মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন বেলাল, দৈনিক জনতার জেলা প্রতিনিধি তোফাজ্জাল হোসেন, বিজয়নগর প্রেসক্লাব সভাপতি আমিরজাদা চৌধুরী, কালের কণ্ঠ শুভ সংঘের শেখ রাসেল, প্রথম আলো বন্ধু সভার সঞ্জয় প্রমুখ। সভা পরিচালনা করেন হাবিবুর রহমান পারভেজ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে মিষ্টি মুখ করানো হয়।






Shares