Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবে মতবিনিময় সভা

+100%-

প্রতিবেদক : শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট আলাউদ্দিন খাঁ শিক্ষা ও সংস্কৃতি বিশ্ববিদালয় প্রতিষ্ঠার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপস্থাপন করে মূল বক্তব্য প্রদান করেন সুরসম্রাট আলাউদ্দিন খাঁ শিক্ষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খন রঞ্জন রায়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, প্রেস ক্লাবের সহসভাপতি আল আমিন শাহীন,  চ্যানেল আই ব্রাহ্মণবাড়িয় জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি আব্দুন নূর, সাপ্তাহিক ‘মা’ সম্পাদক নিজাম ইসলাম, দৈনিক সংগ্রাম জেলা সংবাদদাতা মোঃ আকরাম, ইন্ডিপেন্ডেন্ট এর স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, জিটিভি’র জেলা প্রতিনিধি জহির রায়হান, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা, বাংলাদেশ প্রতিদিনের মোশারফ হোসেন বেলাল, মাই টিভি’র আ.ফ.ম. কাউসার এমরান, বাংলাভিশন এর মো. আশিকুল ইসলাম, সময় টিভি’র জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, দৈনিক ইষ্টার্ণ মিডিয়ার আবুল হাসান অপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাধব দীপ প্রমুখ।

সভায় দেশের অনেক জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করায় ক্ষোভ প্রকাশ করা হয়। দেশীয় সংস্কৃতি ধারণ, লালন ও প্রবাহমান করতে ঐতিহাসিক কাল থেকে এ জেলায় রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। দেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূখ্য ভূমিকা পালন করেছে শিক্ষাদীক্ষায় পরিপূর্ণ এই জেলার অধিবাসীরা। ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগের সন্ধিস্থানে অবস্থিত এই জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে হাওর, বাওর, উপকূল, সীমান্তবর্তী অবহেলিত, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী উচ্চশিার সুযোগ পাবে। দেশের প্রত্যান্ত অঞ্চলে আধুনিক শিা ও সংস্কৃতি কাঠামো গড়ে ওঠবে।  বক্তারা উপ-মহাদেশের বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরসম্রাট আলাউদ্দিন খাঁর নামে আন্তর্জাতিকমানের দেশের প্রথম পূর্ণাঙ্গ শিক্ষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় অবিলম্বে প্রতিষ্ঠার দাবী জানান।






Shares