Main Menu

আওয়ামীলীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন

+100%-

ডেস্ক ২৪:ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় আওয়ামীলীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল-১। এসব অভিযোগের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, আটক ও নির্যাতন। একই সঙ্গে জামিন চেয়ে মোবারক হোসেনের আবেদনটি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার আদেশে বলেন : মোবারকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।
পরে প্রসিকিউটর সাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগ গঠনের মাধ্যমে মোবারকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ৩৩জন নিরস্ত্র মানুষকে পাক-সেনাদের হাতে তুলে দেয়া এবং পরে নির্যাতন ও হত্যাসহ আরো কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বলে জানান তিনি।
অভিযোগ গঠনের পর মোবারক হোসেন আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল আলিমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী জবানবন্দি দিয়েছেন। আগামীকাল আসামীপক্ষের আইনজীবী তাকে জেরা করবেন।






Shares