Main Menu

সদর হাসপাতালে সক্রিয় দালাল চক্র ॥ অভিযান দাবি

+100%-

প্রতিবেদক ॥ জেলা সদর হাসপাতালে আবারো সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। হাসপাতালের অসাধু কিছু কর্মচারীর সাথে যোগসাজশে দালাল চক্রটি দাবড়ে বেড়াচ্ছে পুরো হাসপাতাল চত্বর। হাসপাতালে পুলিশ থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। দুর- দুরান্ত থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টার পর থেকেই বিভিন্ন এলাকার দালালরা এসে হাসপাতালের প্রধান গেইট, বর্হিঃবিভাগসহ বিভিন্ন ডাক্তারের চেম্বারের সামনে অবস্থান নেয়। দূর- দূরান্ত থেকে কোন রোগী আসা মাত্র দালালরা তাদেরকে রিক্সা/ অটোরিক্সা থেকে নামিয়ে রোগীর জন্য টিকেট কেটে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই দালাল চক্রটি রোগীকে হাসপাতালে সীট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। বিনিময়ে রোগী বা তার আত্মীয় স্বজনের কাছ থেকে আদায় করে মোটা অংকের টাকা। পুরুষ দালালদের পাশাপাশি রয়েছে অনেক মহিলা দালাল। কাপড়- চোপড় দেখে দালালদের চেনার কোন উপায় নেই। ওই মহিলা দালালরা মহিলা রোগীদের সাথে ভাব জমিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। আবার আরেক শ্রেণীর দালাল হাসপাতালে আসা রোগীদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। বিনিময়ে ওইসব ক্লিনিক থেকে তারা পায় মোটা অংকের কমিশন। শহরবাসী ও ভুক্তভোগীরা হাসপাতালের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানান। এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Shares