Main Menu

পৌরসভার উদ্যোগে অবৈধ ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, উচ্ছেদ অভিযান শুরু

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় রবিবার শহরের কাউতলী মোড়, রেলগেইট, স্টেশন রোড, দক্ষিণ কালীবাড়ী মোড়, টিএরোড এলাকায় অবৈধ ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম ও পৌর সচিব মোঃ ইসহাক ভূঁঞা’র নেতৃত্বে শতশত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড উচ্ছেদ করা হয়। এছাড়া শহরের কে, দাস মোড় এলাকায় রাস্তার উপর অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করা হয়। পৌর কর্তৃপক্ষ জানান অবৈধভাবে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক ও সড়ক মোহনায় সৌন্দর্য হানীকর এসব ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড স্থাপনের ফলে অন্ধকারময় অবস্থার সৃষ্টি হয়ে শহরে এক অপরিচ্ছন্ন পরিবেশে সৃষ্টি হয়েছিল। শহরের সৌন্দর্য রক্ষায় বৃহত্তর জনস্বার্থে এ অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।


Shares