Main Menu

জেলা শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, বিএনপি-জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী শ্রমিকলীগের বর্ধিত সভা রবিবার শহরের ওস্তাদ দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডঃ কাউসার আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশের শ্রমিক মেহনতি মানুষ যখন আর্থিক স্বচ্ছলতার দিকে যাচ্ছে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এ সময় বিএনপি এদেশের স্বাধীনতা বিরোধী জামাতসহ ও তার সহযোগীদের নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।  সংগঠনের সভাপতি এডঃ কাউসার বলেন, এসব স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাতের ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে শ্রমিকলীগকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভার শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এমএ মালেক। সভায় জাতীয় শ্রমিকলীগ সদর উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া শহর কমিটি গঠনকল্পে ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়। এছাড়া সংগঠনকে গতিশীল করতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণ করা হয়। সদর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন কানুর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন,
জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আলাল, সহ-সভাপতি বারীন্দ্র নাথ ঘোষ, যুগ্ম সম্পাদক হাজী জসিম উদ্দিন খান, আবুল হোসেন ছোটন, সাংগঠনিক সম্পাদক জিল্লু মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফ খান আশা, কৃষি ব্যাংক সিবিএ সভাপতি মশিউর রহমান, টিএনটি সিবিএ সভাপতি আল আমিন, বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন, বিএডিসি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান, গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মামুন নাজির, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা মোঃ তৌফিক বেলাল, সোনালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক মোবারক হোসেন সরকার, জেলা হকার্স লীগের সভাপতি আবদুল আজিজ চৌধুরী, জেলা শ্রমিকলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আলফাজ, ক্রীড়া সম্পাদক টিপু, অর্থ সম্পাদক দুলাল মিয়া, পাদুকা শ্রমিকলীগের সভাপতি দানা মিয়া, মাইক্রোশ্রমিকলীগের সাধারণ সম্পাদক খবির উদ্দিন, জেলা শ্রমিকলীগের মহিলা সম্পাদিকা মুনলিকা আহম্মেদ, শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলী, জহির মিয়া, শফিকুল ইসলাম চৌধুরী, এস রহমান সাচ্চু, ইকবাল খন্দকার প্রমুখ।
সভায় জেলা শ্রমিকলীগ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দসহ শ্রমিকলীগের অন্তর্ভুক্ত সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Shares